Site icon Jamuna Television

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অযৌক্তিক: সৌদি আরব

কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৩ জুন) রাতে এই ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি নিন্দনীয় ঘটনা, যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়। সৌদি আরব জানিয়েছে, কাতার তাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং এই সংকটে রিয়াদ দোহার পাশে রয়েছে।

অন্যদিকে, এ হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। স্থগিত করা হয়েছে দেশটিতে সকল ধরণের বিমান চলাচল।

/এসআইএন

Exit mobile version