Site icon Jamuna Television

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলে বেজে উঠলো সাইরেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—যার ফলে ইসরায়েলের উত্তর এবং কিছু দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলার আগেই দেশটির বেশিরভাগ অঞ্চলে পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল, কারণ আগেভাগেই ইরানি হামলার বিষয়টি জানা যায়।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন একদিনের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল ইরান-ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির। তবে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

তবে আইডিএফ এর পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়ার বিস্তারিত কিছু জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

/এএস

Exit mobile version