Site icon Jamuna Television

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বললো ইরানের সংবাদ সংস্থা

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’।

একটি নামপ্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্স নিউজকে বলেছে, ‘ইরান এখন পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি প্রস্তাব পায়নি। ‘কয়েক ঘণ্টার মধ্যে’ একটি জবাব দিয়ে ইসরাইলকে এই মিথ্যা দাবি সম্পর্কে স্পষ্টভাবে জানানো হবে।’

সূত্রটি আরও উল্লেখ করেছে যে, কাতারের দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের ‘অপমান’ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘোরানোর জন্যই যুক্তরাষ্ট্র এই মিথ্যা ঘোষণার পথ বেছে নিয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version