Site icon Jamuna Television

কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে পান চাষি নিহত

কক্সবাজারের উখিয়ায় ডাকাতদলের গুলিতে এক পান চাষি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৩ জুন) রাতে জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন বাবলু।

স্বজনরা জানান, বাড়িতে সবাই মিলে পান বাজারজাতের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় ৭-৮ জনের একটি ডাকাতদল ঘরে ঢোকে। ছিনিয়ে নেয় মেয়েদের সব স্বর্ণ। পরে নুরুলের ভাই হাসানের বাড়িতে নিয়ে সবাইকে আটকে রাখে।

কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে এসে ডাকাডাকি করলে তাকে গুলি করে ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাতদল। পরে দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

/এএইচএম

Exit mobile version