Site icon Jamuna Television

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

মধ্যপ্রাচ্যের চারটি দেশের (কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সেসব দেশে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচির পরিবর্তন এবং সাময়িক বিঘ্ন ঘটেছে।

বিলম্বিত হওয়া ফাইটগুলো হলো- শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি উল্লেখিত

শাহজালাল কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটসমূহ পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচী অনুযায়ী যাত্রা শুরু করেছে। এই অবস্থায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। সকলকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

/এএস

Exit mobile version