Site icon Jamuna Television

সিরিজ হামলার শিকার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি

ফাইল ছবি

সিরিজ হামলার শিকার হয়েছে ইরাকের একাধিক সামরিক ঘাঁটি। তবে কারা এসব হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে ইরাকের স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাতে জানানো হয়, ভোররাতে আক্রান্ত হয় ইরাকের ধি-কার এলাকার ইমাম আলি ঘাঁটি। আঘাত হানা হয় রাডার সিস্টেমে। হামলার শিকার হয়েছে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিও। পরপর দু’টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে সেখানে। আগে এটি ছিল ইরাকে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি।

অপরদিকে, বাগদাদ বিমানবন্দরের কাছেও ভিক্টরি বেইজ কমপ্লেক্সেও হয়েছে ড্রোন হামলা। সাবেক মার্কিন সামরিক ঘাঁটির অংশ এটি। ড্রোন হামলার শিকার হয় দেশটির উত্তরে আরেক সেনাঘাঁটি ক্যাম্প তাজি। বিস্ফোরণের পর আগুন ধরে যায় সেখানে। যদিও কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

/এএইচএম

Exit mobile version