Site icon Jamuna Television

ইরানের বিরুদ্ধে অভিযানের সকল লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। গত রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি এ কথা জানান।

নেতানিয়াহু দাবি করেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম থেকে আসা দ্বৈত অস্তিত্বের হুমকি ইসরায়েল নিষ্ক্রিয় করেছে।

অভিযানের লক্ষ্য অর্জিত হওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সমন্বয় করে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসরায়েল কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এই ঘোষণার পর ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের এই ‘সাফল্য’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে।

/এআই

Exit mobile version