Site icon Jamuna Television

কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার

শিক্ষা কমিশন হলেই যে শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে, সেটা ভাববার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সি আর আবরার বলেন, শিক্ষা খাতে সমস্যা নেই এমনটা নয়। সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে কথাও বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, যথেষ্ট অল্প সময় ধরে দায়িত্বে আছি। সমস্যার গভীরতা এখনও অনুধাবন করতে পারিনি। আমার কাজের বড় অংশ চলে যাচ্ছে অগ্নিনির্বাপন করতে গিয়ে। কোথাও আন্দোলন ঠেকাতে হয়। যেই উৎসাহের সাথে দায়িত্ব নিয়েছিলাম সেটার জন্য খুব একটা বেশি সময় পাচ্ছি না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া বেশ কিছু প্রস্তাব নিয়ে এ সময় তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য লিংকআপ করার বিষয়, কারিগরি শিক্ষায় নারীদের কমতি, জাতীয় শ্রম বাজারের সাথে কারিগরি শিক্ষার সমন্বয় প্রয়োজন।

/এমএন

Exit mobile version