যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, ইরান বলছে মিসাইল নিক্ষেপ করা হয়নি

|

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর ঘণ্টাখানেক সময় পার হতে-না-হতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল।

ইরান থেকে মিসাইল ছোড়া হচ্ছে এমন অভিযোগ এনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি জোরালো বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন যে, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসনগোষ্ঠীর লক্ষ্যগুলোতে কঠোর হামলা চালাবে।

যদিও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ইসরায়েলের অভিযোগের জবাব দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply