Site icon Jamuna Television

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবন্ধের জাতীয় সিদ্ধান্তের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। পরিষদ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুর নিষ্ঠুরতার বিরুদ্ধে অপমানজনক ও আদর্শিক জবাব’ দিয়েছে, যা গত রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা এবং মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে চূড়ান্ত রূপ পেয়েছে। তাই ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে সন্মত ইরান।

তেহরান তার ভূখণ্ডে হামলার প্রতি সমানুপাতিক ও সময়োপযোগী জবাব দিয়েছে এবং ‘শত্রুকে পরাজয় ও একতরফা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে বলে পরিষদটি দাবি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী, শত্রুর কথায় কোনো আস্থা না রেখে যেকোনো শত্রুতা বা যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে নির্ণায়ক ও প্রতিরোধমূলক জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version