Site icon Jamuna Television

এভিন কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র থামিন আল খেতান (ফাইল ছবি)

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র থামিন আল খেতান বলেন, এভিন কারাগার কোনও সামরিক লক্ষ্যবস্তু নয়। একে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। মঙ্গলবার জেনেভায় ইসরায়েলের নাম উল্লেখ না করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, এই হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অপরদিকে, এভিন কারাগারের বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন।

উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ জুন) এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। কারাগারটি মূলত রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে বহু রাজনৈতিক বন্দী, দ্বৈত ও পশ্চিমা নাগরিককে আটক রাখা হয়েছে, যাদের প্রায়ই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহার করে থাকে ইরান।

এভিন কারাগার ছাড়াও ইসরায়েলি বিমানবাহিনী সেদিন অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা চালায়। এগুলোর মধ্যে ছিল আধা সামরিক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিরাপত্তা সদর দপ্তর, তেহরানের ফিলিস্তিন স্কয়ার ও আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যালয়, যা মূলত আইআরজিসির একটি অংশ।

/এএইচএম

Exit mobile version