Site icon Jamuna Television

রুটের সামনে যে রেকর্ডের হাতছানি

আর মাত্র ৩৪৫ রান করলেই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২ নম্বরে উঠে আসবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। সামনে থাকবেন কেবল ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

এই মুহুর্তে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ৫ম স্থানে আছেন রুট। এখন তার নামের পাশে রয়েছে ১৫৪ ম্যাচে ১৩ হাজার ৩৪ রান। গড় ৫০.৭১, সঙ্গে ৩৬টি শতক ও ৬৫টি অর্ধশতক।

ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮ রান। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আছেন ১৩,২৮৯ রান নিয়ে এবং সাবেক অজি কাপ্তান রিকি পন্টিংয়ের সংগ্রহ ১৩,৩৭৮ রান। অর্থাৎ এদের ছাড়িয়ে যেতে রুটের চাই আর ৩৪৫ রান। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেই এই তিনজনকে ছাড়িয়ে যেতে পারেন এই ব্যাটার।

এছাড়াও, টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। হেডিংলি টেস্টেই ২১০ ক্যাচ নিয়েছেন তিনি। সব মিলিয়ে তার সময় লেগেছে ২৯৩টি ইনিংস। এই তালিকায় অবশ্য যৌথভাবে শীর্ষে আছেন তিনি। ২১০ ক্যাচ নিয়ে আগেই শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড়। তবে সেজন্য তার অপেক্ষা করতে হয়েছে ৩০১ ইনিংস।

/এএম

Exit mobile version