Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট:

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম।

গ্রেফতার হলেন– নরসিংদী জেলার শিবপুর উপজেলার বেকারপাড়া ইদ্রিস মিয়ার ছেলে কামরুল ইসলাম অন্তর (২৫)। অপরজন হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিজয়পুর গ্রামের বিকাশ ভৌমিকের ছেলে অনিক ভৌমিক (২৫)। উভয়ই আখাউড়া স্টেশন এলাকার ভাড়াটিয়া।

ওসি জানান, আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তারা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও পেশাদার ছিনতাইকারী।

তিনি আরও জানান, এই রেলপথে চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্তনগর ট্রেনযাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।

/এএম

Exit mobile version