Site icon Jamuna Television

‘মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, তবে আগের চেয়ে কমেছে’

ফাইল ছবি

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, তবে আগের চেয়ে কমেছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় জড়িতদের একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করা হবে এবং পুলিশের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন– শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করা হবে। বিভিন্ন বাহিনীর সদস্যরা এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছে।

বর্তমান আইনশৃঙ্খলা সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন– পুলিশ নিস্ক্রিয় নেই, আগের চেয়ে মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা বেড়েছে। আগে কোনো কিছু না শুনেই লাঠির বারি দিতো, এখন তারা জনগণকে বোঝানোর চেষ্টা করে।

/এএম

Exit mobile version