Site icon Jamuna Television

বেনাপোলে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিটন কারাগারে

রংপুর ব্যুরো:

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে গ্রেফতার রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। সেইসাথে মামলার পরবর্তী তারিখ হিসেবে ২ ও ৩ জুলাই নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, তাকে কড়া পুলিশি পাহারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মাহমুদুল হক মুন্না হত্যা মামলা ও রিকশাচালক আবু সাইদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময়, বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি মুন্না হত্যা মামলায় ৮৮ নম্বর এবং রিকশাচালক সাইদ হত্যা চেস্টা মামলায় ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে, গত রোববার (২২ জুন) যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, তিনি তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।

/এএইচএম

Exit mobile version