Site icon Jamuna Television

চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে: মির্জা ফখরুল

ফাইল ছবি।

চীনের সাথে বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ জুন) পিপলস গ্রেট হলে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বিএনপি মহাসচিব এ কথা জানান।

তিনি বলেন, চীন বাংলাদেশের ডেভেলপমেন্টকে গুরুত্ব দেবে। একইসঙ্গে তারা জানিয়েছে, এই ডেভেলপমেন্টের সাথে জনগণকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

এছাড়া, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানান বিএনপি মহাসচিব।

দুটি বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ প্রমুখ।

/এএম

Exit mobile version