Site icon Jamuna Television

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচনে আরও একধাপ এগিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার

ফাইল ছবি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় জাতীয় নির্বাচনে আরও একধাপ এগিয়েছে জামায়াত। ইসির এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি মাইলফলক তৈরি করেছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জামায়তের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কমিশনের দায়িত্ব পালন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠছে। তারা যেন কোনও দিকে ঝুঁকে না পড়ে। নিরপেক্ষতা বজায় রেখে কমিশনকে জাতির আকাংক্ষা অনুযায়ী কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতের মত একটি গণতান্ত্রিক দলের ওপর জুলুম করে অধিকার কেড়ে নেয়া হয়েছিল। জুলাইয়ের যোদ্ধাদের জীবন দানের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।

/আরএইচ

Exit mobile version