Site icon Jamuna Television

আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনও পার্থক্য নেই: ফয়জুল করীম

গাইবান্ধা করেসপনডেন্ট:

আওয়ামী লীগের আমলের মতো বিএনপির নেতারা লুটপাট, অত্যাচার, হত্যা ও জুলুম চালাচ্ছে। শুধু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আর্দশের কোনও পরিবর্তন হয়নি। আগের আওয়ামী লীগ ও বর্তমানের বিএনপির কাজের মধ্যে কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে দলটির গাইবান্ধা জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে এ কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু নাম ও চেহারার পরিবর্তন হয়েছে। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কোনও ধরণের চাঁদবাজি ও সন্ত্রাসী থাকতে পারবে না। দেশের টাকা পাচার রোধ করতে হবে। এ সময় আওয়ামী লীগের মতো বিএনপির নেতারাও ইসলামকে কটুক্তি করে বক্তব্য দিতো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনও অত্যাচারী, জুলুমবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দেশের ক্ষমতা দেয়া যাবে না। এবার ইসলামপন্থী মানুষ ঐক্য হয়ে মাঠে নামবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version