রাজধানীর নিউ পল্টনের বাসা থেকে বের হয়ে এখনও বাড়ি ফেরেনি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থী মিরাজ হোসেন ফাহিম। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটির খোঁজ পায়নি তার পরিবার। এ বিষয়ে গত মাসের ১৪ তারিখ লালবাগ থানায় একটি জিডি করে ভুক্তভোগী পরিবার।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, আমরা সম্ভাব্য সকল জায়গায় তার খোঁজ নিয়েছি। ছেলেটি যেসব জায়গায় যেতে পারে এমনকি এয়ারপোর্ট, হাসপাতাল এবং দেশের সকল থানাতেও এ সংক্রান্ত একটি বার্তা দিয়ে রেখেছি। কিন্তু ছেলেটি মোবাইল ব্যবহার না করায় আমরা তার সন্ধান পাচ্ছি না। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
ফাহিমের বাবা মো. খোকন মিয়া বলেন, রাগ করে বাসা থেকে বের হয়ে গেলেও ছেলের চিন্তায় তার মা এখন প্রায় শয্যাশায়ী। পরিবারের সবাই তার বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। তাই তিনি অনুরোধ করেছেন, কেউ যদি ফাহিমের খোঁজ পায় অথবা তাকে দেখে তাহলে যেন এই নাম্বারে (০১৭২৬৩৭০৩৭৪) ফোন করে জানায় অথবা স্থানীয় থানায় যোগাযোগ করে।
তার বাবা আরও জানান, ফাহিম বাসা থেকে বের হয়েছিলেন সবুজ গেঞ্জি ও কালো প্যান্ট পড়ে। সকল একাডেমিক সার্টিফিকেট ও ভর্তি পরীক্ষার এডমিট কার্ড একটি ব্যাগে নিয়ে বাসা থেকে বের হন তিনি। ফাহিম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। দুটো পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। অপেক্ষায় ছিলেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।
নিখোঁজ ফাহিমের স্থায়ী ঠিকানা: গ্রাম– ভানু মল্লিকের কান্দি, ডাকঘর– কাজিয়ার চর, ইউনিয়ন– বিলাসপুর, উপজেলা– জাজিরা, জেলা– শরীয়তপুর।
/এমএইচ

