Site icon Jamuna Television

নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই সঙ্গে তার জামিন প্রশ্নে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।

এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে, সোমবার (২৩ জুন) রাতে হানিফকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে যৌথবাহিনীর একটি দল। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে নিজ বাসা থেকে বের করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন। এর আগে নুরুল হুদাকে জুতা দিয়ে আঘাত এবং ডিম নিক্ষেপ করা হয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

/এএম


Exit mobile version