Site icon Jamuna Television

এক দিনেই সাড়ে তিনশ রান তুলে ভারতকে হারালো ইংল্যান্ড

লিডস টেস্টে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বুমরাহ, সিরাজ, শার্দুল ঠাকুর; কেউ-ই পারলেন না ইংলিশদের সবগুলো উইকেট তুলে নিতে। এই সুযোগে ইংল্যান্ড দেখিয়ে দিলো বাজবল ক্রিকেট কাকে বলে। একদিনেই সাড়ে তিনশ রান তুলেছে তারা। দুই ইনিংসে যথাক্রমে ৬২ ও ১৪৯ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বেন ডাকেট।

মঙ্গলবার (২০ জুন) জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। এর আগে, চতুর্থ দিনের শেষ বেলায় ভারত অলআউট হয় ৩৬৪ রানে। আর তাতেই ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। শেষ সেশনে অবশ্য ইংলিশরা ব্যাট করার সুযোগ পায় মাত্র ৬ ওভার। কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা।

এদিন জ্যাক ক্রলি ও বেন ডাকেট বেশ ভালোই শুরু করেন। দ্বিতীয় সেশনে বৃষ্টি নামার আগে তাদের জুটি ছিল অপ্রতিরোধ্য। কিছু সময় পর খেলা শুরু হতেই ভেঙে যায় এই জুটি। ক্রলিকে ৬৫ রানে লোকেশ রাহুলের ক্যাচ বানান প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতীয় এই বোলার তার পরের ওভারে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অলি পোপকে (৮) বোল্ড করেন।

এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বেন ডাকেট। এক পর্যায়ে তিনি তুলে নেন সেঞ্চুরি। ১৪৯ রান করে ঠাকুরের বলে এক্সট্রা কাভারে নিতিশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। পরের বলেই ফেরেন হ্যারি ব্রুক। আগের ম্যাচে ৯৯ করা এই ব্যাটার ফেরেন গোল্ডেন ডাক মেরে।

২৫৩ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ভারত। তবে বেন স্টোকসকে (৩৩) নিয়ে ৪৯ ও জেমি স্মিথের সঙ্গে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান জো রুট। ৮৪ বলে ৬ চারে ৫৩ রান করেন তিনি। ৪৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

/এমএইচ

Exit mobile version