Site icon Jamuna Television

ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪) জুন রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সন্ত্রাসীদের আস্তানা ঢাবিতে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ ভাষ্কর্যের সামনে বিকট শব্দ শুনতে পান তারা। ঢাকসু নির্বাচন বাতিলের লক্ষ্যে ককটেল নিক্ষেপ হয়ে থাকতে পাড়ে বলেও জানান তারা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়েছে। এছাড়া পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তারা।

/আরএইচ

Exit mobile version