Site icon Jamuna Television

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হয় এ সংঘাত।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি। আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন ও অফিস সহকারী হাসনাত। ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন।

আইন মন্ত্রণালয়ের প্রুফ রিডার আনোয়ারুল ইসলাম রানা জানান, সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামসহ ১০ জনকে ক্যান্টিনের দায়িত্ব দেয়া হয়।

বাজার করে নিয়ে আসার পর, সচিবালয়ের সংযুক্ত পরিষদের একটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০-৪০ জন লাঠি ও রড নিয়ে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়। নুরুল ইসলাম হাসপাতালে ভর্তি থাকলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

/এআই

Exit mobile version