Site icon Jamuna Television

ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার একদিনেই রুশ হামলায় দেশটির বিভিন্ন শহরে প্রাণ গেছে কমপক্ষে ২৬ জনের।

এরমধ্যে নিপ্রোতে হয়েছে সবচেয়ে ভয়াবহ হামলা। শহরটিতে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন আরও ২৭৯ ইউক্রেনীয়।

কর্তৃপক্ষ জানায়, মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিপ্রোতে ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আটটি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া সামিতে ৩ জন ও সামার শহরে কাছাকাছি মৃত্যু হয়েছে দুইজনের। প্রাণহানির খবর পাওয়া গেছে অন্যান্য শহরেও। এর আগে, সোমবার রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় ১০ ইউক্রেনীয়র মৃত্যু হয়।

/এআই

Exit mobile version