Site icon Jamuna Television

কোহলিকে আউট করবে ‘সাত’ বছরের ক্রিকেটার

অস্ট্রেলিয়া সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। চলমান চার টেস্ট সিরিজের প্রথম দুই খেলায় (১-১) একটি করে জয় পেয়েছে উভয় দল। বুধবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। আর এই টেস্টে ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে আউট করতে সাত বছরের এক খুদে ক্রিকেটারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

সাত বছরের এই লেগ স্পিনারের নাম আরচি শিলার। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। অজি দলের ১৫তম সদস্য হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্র্যাকটিসও করেছিল এই খুদে ক্রিকেটার।

সাত বছরের এই খুদে ক্রিকেটার অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে জানিয়েছেন, সে বিরাট কোহলিকে আউট করার পাশাপাশি এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে চায়।

চার টেস্টের প্রথম ম্যাচে চেতেশ্বর পুজারার ব্যাটে ভর করে ৩১ রানে জয় পায় ভারত। দ্বিতীয় টেস্টে পার্থে নাথান লায়নের ঘূর্ণি বলের কল্যাণে ১৪৬ রানের জয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক অস্ট্রেলিয়া।

Exit mobile version