Site icon Jamuna Television

ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি জীবিত, দেখা গেছে তেহরানে : আনাদুলু এজেন্সি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইরানের কুদস ফোর্স প্রধান এসমাইল কানি-কে তেহরানের এক জনসমাবেশে অংশ নিতে দেখা গেছে। এই সমাবেশ আয়োজন করা হয়েছিল কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য উদযাপন করতে।

এর আগে, গত শুক্রবার (২০ জুন) নিউইয়র্ক টাইমস একটি ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল যে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে, কানির প্রকাশ্য উপস্থিতির মধ্য দিয়ে তার মৃত্যুর খবর পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

 তেহরানে জনসমাবেশে কানির প্রকাশ্য উপস্থিতির ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ

কানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলেইমানির স্থলাভিষিক্ত হন। ২০২৪ সালের অক্টোবরে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিন নিহত হওয়ার পর কানির অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, কানি জীবিত এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তথ্য ফাঁসের অভিযোগের পর তাকে ও তার দলকে তদন্তের আওতায় নেয়া হয়েছিল। এক সূত্র জানিয়েছিল, ‘ইরানীয় কর্তৃপক্ষের সন্দেহ রয়েছে যে ইসরায়েলি গোয়েন্দারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, বিশেষ করে লেবানন সংক্রান্ত দফতরে অনুপ্রবেশ করেছে। তাই সংশ্লিষ্ট সকলকে তদন্তাধীন রাখা হয়েছে।’

এছাড়া, ইসরায়েলি মিডিয়া স্কাই নিউজের বরাত দিয়ে অক্টোবরে জানিয়েছিল যে তদন্তের সময় কানি হার্ট অ্যাটাক করেছিলেন।

তবে মঙ্গলবার (২৪ জুন) তেহরানের সমাবেশে কানিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভি এই ভিডিও প্রকাশ করেছে। তাসনিম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরি (ঐশ্বরিক বিজয়)-এর পর তেহরানের জনসমাবেশে কুদস ফোর্স কমান্ডার কানি উপস্থিত হয়েছেন।’

উল্লেখ্য, ১২ দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যাতে সন্মতি জানিয়েছে দেশ দু’টি।

/এআই

Exit mobile version