
বগুড়ায় সেনাবাহিনীর রাতভর অভিযানে সন্ত্রাসী দলের সক্রিয় দুই সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে ২৬টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন সময় ছিনতাই করা ১৬টি মুঠোফোন উদ্ধার করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত বারোটার পর থেকে ভোররাত পর্যন্ত সদর উপজেলার মন্ডলধরন গ্রামে চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক শাওন ও তার সহযোগী আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ী গ্রামের চলা সংঘর্ষে নিয়মিত অংশ নিতো। তারা পাঁচবাড়িয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী সাগরের সহযোগী ছিল। এলাকায় ত্রাস সৃষ্টি করতে সংঘাতেও জড়াতো।
এর আগে, সোমবার রাতে একই গ্রাম থেকে সন্ত্রাসী সাগর বাহিনীর আরো তিন সদস্যকে ধারালো অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করে যৌথবাহিনী। তবে এই সন্ত্রাস বাহিনীর মূলহোতা সাগরসহ অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে আছে বলে জানায় সেনাবাহিনী।
/এএইচএম



Leave a reply