Site icon Jamuna Television

কলম্বোতে টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই ধাক্কা

কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ আবারও শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করছে টাইগাররা। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান। দু’বার স্লিপে ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেলেও শেষ পর্যন্ত বোল্ড হয়ে ফিরেছেন এনামুল হক বিজয়।

এদিকে, অসুস্থতা কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর চোট পাওয়ায় পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন ইবাদত। দুই বছর পর টেস্ট খেলছেন এই পেসার। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে, মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে, লঙ্কানদের একাদশে আছে এক পরিবর্তন। অভিষেক হয়েছে সোনাল দিনুশার। কুশাল মেন্ডিসের কাছ থেকে পেয়েছেন টেস্ট ক্যাপ।

/এসআইএন

Exit mobile version