Site icon Jamuna Television

পুতিন ফোন করে ইরান ইস্যুতে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ইরান-ইসরায়েল ইস্যুতে কোনো সাহায্য প্রয়োজন কিনা। এই কথোপকথনের সময়সীমা বা প্রসঙ্গ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ট্রাম্প বলেন, পুতিন আমাকে ফোন করে বললেন, ‘ডোনাল্ড! ইরান-ইসরায়েল ইস্যুতে কোন সমস্যা হচ্ছে? সাহায্য লাগবে?’ তিনি এসময় ইরান-ইসরায়েল উত্তেজনা এবং নিজের প্রেসিডেন্সির সময়ে পুতিনের সাথে সুসম্পর্কের কথা উল্লেখ করেন।

এই দাবির সত্যতা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বিবৃতিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের অংশ হিসেবেও দেখছেন, যেখানে তিনি নিজেকে বৈদেশিক সম্পর্কে সফল নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন।

/এআই

Exit mobile version