Site icon Jamuna Television

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। তাদের সাঁজোয়া যানের সাথে বোমা লাগানো ছিল বলে জানা গেছে। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

আইডিএফ-এর বক্তব্য অনুযায়ী, গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে সৈন্যরা অবস্থান করছিল, তখনই তাদের সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়।

এখন পর্যন্ত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। সপ্তম সৈন্যের নাম এখনও প্রকাশ করা হয়নি। নিহত ৬ সেনাদের মধ্যে রয়েছেন;

১. লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), কফার ইয়োনা।
২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), রেহোভট।
৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), এলিয়াখিন।
৪. সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), মাজকেরেত বাতিয়া।
৫. সার্জেন্ট শাহার মানোয়াভ (২১), অশ্কেলন।
৬. সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন (২০), এশহার।

নিহত আইডিএফ সেনারা সবাই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিসে চলাচলের সময় সৈন্যরা যে পুমা সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং যানে ছিলেন, সেখানে একজন ফিলিস্তিনি সন্ত্রাসী বোমা লাগিয়েছিল। বিস্ফোরণে যানটি আগুনে ধরে যায় এবং তা নেভানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়। আগুনের মধ্যে থাকা সব সৈন্য নিহত হন। পরে পুড়ে যাওয়া যানটিকে গাজা থেকে টেনে বের করে আনা হয়।

এদিন, আরেকটি ঘটনায় রকেট-প্রোপেল্ড গ্রেনেড হামলার শিকার হয় ইসরায়েলি সেনারা। এতে দুই সৈন্য আহত হলেও প্রাণহানির খবর নেই বলে আইডিএফ নিশ্চিত করেছে।

/এআই

Exit mobile version