Site icon Jamuna Television

বায়ার্নকে হারিয়ে শেষ ষোলোতে বেনফিকা

বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। হারলেও অবশ্য সমস্যা হয়নি ভিনসেন্ট কম্পানির দলের। কারণ, তারা আগেই পা রেখেছিল শেষ ষোলোতে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ হারলেও আধিপত্য করেই খেলেছিল বায়ার্ন। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় জার্মান জায়ান্টরা। যার ৪টি ছিল গোলমুখে। একবার জালে বলও জড়িয়েছিলো মুলাররা। কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় গোলটি। অন্যদিকে, মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বেশ ধার ছিল বেনফিকার।

ম্যাচের ১৩ মিনিটে আন্দ্রেয়াসের গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। ওই গোল আর শোধ করতে পারেনি কম্পানির শিষ্যরা। ম্যাচ হারায় বায়ার্ন গ্রুপ ‘সি’ পর্বে দুইয়ে থেকে শেষ করেছে। বেনফিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

এই জয়ে ৩ ম্যাচ শেষে পর্তুগিজ ক্লাবটির পয়েন্ট ৭। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে বায়ার্ন।

আগামী ২৯ জুন শেষ ষোলোতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন।

/এএম

Exit mobile version