
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উত্তেজনাপূর্ণ ৬০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যেখানে ‘বি-২’ বোমারু বিমান থেকে ডজন ডজন বোমা ফেলার দৃশ্যের সাথে ‘বোম্ব ইরান’ (ইরানে বোমা বর্ষণ করো) লিরিক্সযুক্ত একটি গান যুক্ত করা হয়েছে।
ইরান-ইসরায়েলে যুদ্ধ চলা অবস্থায় ইসরায়েলের অনুরোধে অংশগ্রহণ করে ইউএসএ। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান দিয়ে হামলা চালানো হয়।
গত সপ্তাহের শেষে হোয়াইট হাউস জানিয়েছিলো, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কীনা- দু’ সপ্তাহের মধ্যেই নেয়া হবে সেই সিদ্ধান্ত। এ ঘোষণার ৩ দিনের মাথায় ইরানে হামলার দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুদ্ধের সময় আচমকা হামলা করে মার্কিন সিনেটর ও বিরোধী রাজনৈতিকদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর হামলা করে ‘বোম্ব ইরান’ প্যারোডি সংস্করণ নিতান্তই অনর্থক বলে উল্লেখ্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, তিনি মার্কিন হাউস থেকে অনুমতি না নিয়ে ইরানে আক্রমণ করে ভুল করেছেন, এরপর আক্রমণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে গান বানিয়ে পোস্ট করছেন, যা একজন প্রেসিডেন্টকে মানায় না।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই ভিডিও’র গানটি মূলত বিচ বয়েজের জনপ্রিয় গান ‘বারবারা অ্যান’-এর প্যারোডি সংস্করণ। মূল গানের ‘বারবারা অ্যান’ অংশটিকে বদলে ‘বোম্ব ইরান’ করা হয়েছে। গানের কিছু লিরিক্স:
‘বুড়ো আঙ্কেল স্যাম (মার্কিন সরকার) উত্তপ্ত হয়ে উঠেছে
ইরানকে পার্কিং লটে পরিণত করার সময় এসেছে
বোম্ব ইরান. বোম্ব. বোম্ব. বোম্ব ‘
ট্রাম্পের এই পোস্ট আসে এমন সময় যখন ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে বৈশ্বিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সমালোচকরা এই ভিডিওকে অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বাড়ানোর উপকরণ বলে অভিহিত করছেন। তবে, ট্রাম্পের সমর্থকরা এটিকে ইরানের প্রতি শক্ত অবস্থান হিসেবে দেখছেন
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার হিসেবে ট্রাম্প ইরান ইস্যুতে তার কঠোর নীতির বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। এই ভিডিও পোস্টের সময়টি অত্যন্ত স্পর্শকাতর, যখন মধ্য প্রাচ্যে নতুন করে যুদ্ধবিগ্রহের আশঙ্কা তৈরি হয়েছে।
/এআই



Leave a reply