Site icon Jamuna Television

ওয়ারীর আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় অবস্থিত ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। 

বুধবার (২৫ জুন) ভোররাতে খবর পেয়ে আবাসিক হোটেলের কক্ষ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠানো হয়।

নিহত সেলিম জাহান শরীয়তপুরের পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম জানান, খবর পেয়ে ভোররাতের দিকে হোটেল ‘ওসমানী ইন্টারন্যাশনাল’র ৪১৪ নং কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনি বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে ছিলেন। পরে তার কক্ষে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাই। সেই চিকিৎসাপত্র থেকে জানা যায় গত ২১ তারিখে ঢাকায় চিকিৎসার জন্য আসেন এবং হোটেলের কক্ষটি ভাড়া নেন।

তিনি আরও জানান, মৃত সেলিম জাহান লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের আত্মীয়-স্বজনরা ইতোমধ্যে হোটেলে এসে তার পরিচয় শনাক্ত করেন এবং জানান তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। পরে সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version