Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্বর্ণ পাচারকালে নারী আটক

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার বাঁকাল সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ জুন) সকালে ভারতে স্বর্ণ পাচারকালে এ নারীকে আটক করা হয়। আটক নারী নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৭৬ লাখ ৭৪ হাজার টাকা। এছাড়া ওই নারীর নিকট থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version