Site icon Jamuna Television

স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয়: রিজভী

নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে। সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে চলে আসা সেই রীতি পরিবর্তনের পক্ষে নয় বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বুধবার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজনের মাঝে চিকিৎসা সহায়তা তুলে দেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার অত্যাচার থেকে কেউই রেহাই পায়নি। বিএনপির ২০ হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছে। এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। বিএনপির সাধ্য অনুযায়ী গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে থেকেছে।

এ সময় ৫ আগস্টের পরে যাদের মবজাস্টিসের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় না দেখে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version