Site icon Jamuna Television

মব সৃষ্টি করে সাবেক সিইসিকে হেনস্তার মামলায় প্রধান আসামিসহ ৩ জনের জামিন

‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে মারধরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালীসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।

জামিন পাওয়া অপর ব্যক্তিরা হলেন, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।

তাদের তিন জনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে, ২৩ জুন রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে। মঙ্গলবার আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ২২ জুন কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতারকরে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল লোক তাকে নানাভাবে লাঞ্ছিত করে। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ২৪ জুন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Exit mobile version