
ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আলজাজিরার।
তিনি আরও বলেন, এটা নিশ্চিত, কারণ এগুলো একাধিকবার হামলার শিকার হয়েছে।
তবে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি আরও বলেন, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি কারিগরি বিষয়।
ইসমাইল বাঘাই আরও জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বিষয়টি দেখভাল করছে।
/এসআইএন



Leave a reply