Site icon Jamuna Television

বরিশালে বিএনপি প্রার্থীর ফাঁকা গুলি

বরিশাল-২ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে যুবলীগের সাথে সংঘর্ষের সময় ফাঁকা গুলি ছোড়েন ঐ আসনে বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
সূত্র জানায়, ঐ আসনের বানারীপাড়ায় সান্টু তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় একই সময়ে যুবলীগের একটি প্রচারণার মিছিল এগিয়ে আসলে তাদের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এই সময় সান্টু তার লাইসেন্স করা পিস্তল বের করে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, তবে তার ছোড়া গুলিতে কেউ আহত হয়নি বলে জানা যায়।
বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান বলেন, এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version