Site icon Jamuna Television

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির জেরে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার (২৪ জুন) স্পট গোল্ডের দাম দেড় শতাংশ কমে দাঁড়ায় ৩০১৬ ডলারে।

এর আগে, এক পর্যায়ে এটি সর্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। ফলে ৯ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় দাম।

যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার তিনশ’ ৩৩ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাই স্বর্ণের এই দরপতনের কারণ। লাভের আশায় নিরাপদ সম্পদ ছেড়ে এখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে ঝুঁকতে শুরু করেছে।

/এমএইচ

Exit mobile version