রাজধানীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

|

মাদকদ্রব্যে ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারাবিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজধানীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এক উৎসববন্ধনীর আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত এই উৎসববন্ধনীতে অংশ নেয় বিভিন্ন মাদক বিরোধী সামাজিক সংগঠন। এসময় কর্মকর্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম। যা আমাদের সমাজে ক্যান্সারের মত ছড়িয়ে পড়ছে। ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে ও সবাইকে সচেতন করতেই এই উৎসববন্ধনী বলেও জানান তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply