Site icon Jamuna Television

পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি কোনোভাবেই কাম্য নয়: রিজওয়ানা হাসান

পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই পরিবেশ রক্ষা করেই আবাসন খাতকে এগিয়ে নিতে হবে। বাসার ছাদ থেকে শুরু করে যেখানে মাটি আছে সেখানেই গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর পূর্বাচলে হারারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানীর উন্মুক্ত মাটি গাছ, ঘাস ও ফুলের চারা দিয়ে ঢেকে দিতে পারলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে।

এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পূর্বের মতো বিভিন্ন সংস্থার সাথে সিটি করপোরেশনের কোনো দ্বন্দ্ব নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে করপোরেশন কাজ করে যাচ্ছে। ফলে সব উন্নয়ন কাজ জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version