Site icon Jamuna Television

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল রোববার

ফাইল ছবি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী রোববার (২৯ জুন) তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, আবু সাঈদকে হত্যার ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পরে ১৮ আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাছাড়া, চলতি বছরের ১৩ জানুয়ারি সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করেন।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের দুই সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে রয়েছেন।

/আরএইচ

Exit mobile version