Site icon Jamuna Television

সুস্থ হয়ে রিয়ালের অনুশীলনে এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপে সালজবুর্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেলো রিয়াল মাদ্রিদ। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

জ্বরের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে পারেননি এই ফরোয়ার্ড। হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে দলটির আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে। পরে ছাড়া পেলেও পুরোপরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও খেলা হয়নি তার। ওই দুই ম্যাচের প্রথমটিতে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় সালজবুর্গের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময়ের জন্য কিলিয়ান এমবাপ্পেকে খেলাতে পারেন কোচ।

/এএম

Exit mobile version