Site icon Jamuna Television

খামেনি এখন কোথায়?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে আসতে দেখা যায়নি তাকে। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন– খামেনি কি সুস্থ আছেন?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে রয়েছে উদ্বেগ ও নানা প্রশ্ন। এর জবাব খোঁজার চেষ্টা করেছেন ফারনাজ ফসিহি। এ বিষয়ে তার লেখা এক প্রতিবেদন বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সামাজিকমাধ্যমে নেই আয়াতুল্লাহ আলী খামেনির উপস্থিতি। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েলের হামলা শুরুর পর বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন খামেনি। গোপন স্থান থেকেই ভিডিওবার্তার পাশাপাশি নিয়মিত সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ পোস্ট দিয়েছেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হঠাৎ তার নিষ্ক্রিয়তায় উদ্বেগ ছড়িয়েছে ইরানিদের মাঝে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও সর্বোচ্চ নেতার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক সরাসরি প্রশ্ন তোলেন এ বিষয়ে। গত মঙ্গলবার (২৪ জুন) উপস্থাপক খামেনির দফতরের এক শীর্ষ কর্মকর্তাকে বলেন– মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুব চিন্তিত। তার কী অবস্থা, বলতে পারেন?

এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইরানের সর্বত্র। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মাঠে-ময়দানে অনেকেই জানতে চাচ্ছেন, আয়াতুল্লাহ আলী খামেনির কী অবস্থা চলছে? যদিও ওই কর্মকর্তা মেহদি ফাজায়েলি এর কোনো সরাসরি উত্তর দেননি।

তবে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেছেন– যারা সর্বোচ্চ নেতার সুরক্ষার দায়িত্বে আছেন, তারা ভালোভাবেই দায়িত্বপালন করছেন। আল্লাহ চাইলে তাকে (খামেনি) নিয়েই বিজয় উদযাপন করবো।

/এএম

Exit mobile version