Site icon Jamuna Television

প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জামালপুর:

প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুর পৌর এলাকার দড়িপারার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়।

গতকাল বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করে। পরিস্থিতির একপর্যায়ে কলেজের অধ্যক্ষসহ সকলেই কলেজের সাইন বোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডে অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন, মানবিকের ৪ জন ও ব্যাসায়ীকের ৩ জন শিক্ষার্থী রয়েছে।

গতকাল রাত থেকে স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড সরিয়ে নিয়ে কলেজ ভবনে তালা দিয়ে আত্নগোপনে থাকা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেছেন, প্রমানসহ লিখিত অভিযোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বছর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

/এটিএম

Exit mobile version