Site icon Jamuna Television

সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নেই: আমীর খসরু

ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য পৌঁছানো যাবে সেসব বিষয়গুলো সংস্কার করতে হবে। তবে সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নেই। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ও দর্শন আছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, ঐক্যমত না হওয়া বিষয়গুলো নিয়ে আগামী নির্বাচনে দলগুলো জনগণের কাছে যাবে। এছাড়া, পরবর্তীতে সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ রায় দিয়েছে। কমিশন সেই রায়ের ওপর অনুমোদন দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেয়ার কথা। আইনের শাসন বিশ্বাস করে থাকলে ইশরাকের দায়িত্ব নেয়া খুবই স্বাভাবিক। বিএনপি এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

শরীকদের সাথে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে তফসিল ঘোষণার পর সমমনা সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

/আরএইচ

সব জায়গায় ঐক্যমত হওয়ার সুযোগ নেই, যেসব বিষয় ঐক্যমত হবে, সেগুলো মেনে সংস্কার করতে হবে-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ রায় দিয়েছে। কমিশন সেই রায়ের ওপর অনুমোদন দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেয়ার কথা। আইনের শাসন বিশ্বাস করে থাকলে ইশরাকের দায়িত্ব নেয়া খুবইম স্বাভাবিক। বিএনপি এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

Exit mobile version