Site icon Jamuna Television

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম কিনা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে পাঁচবিবি পৌরসভার হরিহরপুর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন রেজাউল করিম। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন থেকে এসে আরিফ হোসেন তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

ঘটনাস্থলেই গুরুতর আহত হন রেজাউল করিম। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

/এমএমএইচ

Exit mobile version