সুরিয়ার সফল হার্নিয়া অস্ত্রোপচার, সেরে উঠছেন ধীরে ধীরে

|

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ জার্মানির মিউনিখে সফলভাবে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন। এরইমধ্যে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

বুধবার (২৫ জুন) এক পোস্টে সুরিয়া লেখেন, ‘নিচের ডান দিকের পেটের অংশে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছি। সফলভাবে সার্জারি সম্পন্ন হয়েছে, এবং এখন সুস্থ হয়ে ওঠার পথে আছি। ফিরে আসার অপেক্ষায় আছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন সুরিয়া। চার-ছক্কার ঝড় তুলে দলের গুরুত্বপূর্ণ জয়ে রেখেছেন অবদান। তবে ইনজুরির কারণে শেষ দিকে কিছু ম্যাচে ছিলেন না দলে।

সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’খ‍্যাত ব‍্যাটার। বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply