Site icon Jamuna Television

বিমানবন্দর রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

সোহেলের স্বজনরা জানান, রাতের দিকে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। খবর পেয়ে প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

/এএম

Exit mobile version