Site icon Jamuna Television

আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দভাণ্ডারে নেই: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক।

তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল।

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিওবার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক।

খামেনি যোগ করেন– ইরান কখনও আত্মসমর্পণ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ইরান আত্মসমর্পণ করলেই কেবল যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে। কিন্তু আত্মসমর্পণ কখনও হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনিদের মুখে চপেটাঘাত করেছে।

/এএম

Exit mobile version